সাদাকালো সুখ

তোমাদের নগ্ন নির্জন শহর আর তোমার ব্যস্ততা!
কালো জানলার ওপার থেকে
কাজলকালো চোখের নির্মম কটাক্ষ;
বাতাসের রিনরিনে ব্যাঙ্গাত্মক হাসি;
সাদাকালো শহরের বিষাক্ত সুরধ্বনী
সবমিলে তুমি হয়ে উঠেছ অপরূপা মায়াবিনী…

অগোছালো পাগলের এলোমেলো আদর
তোমার কাছে মূল্যহীন,
কৃত্রিমতার সাথে সুখে আছোতো?

অনুরূপ